শীতের রুক্ষতায় নিঃস্প্রাণ প্রকৃতি
বসন্ত নদীর তল দেশে মরীচিকা।
ভাপা পিটার ভাপটা নিমিষেে নিরুদ্দেশ।
প্রাঞ্জল হাসিটা কেড়ে নিয়েছে উত্তরী হিমেল।
চিত্ত জুড়ে যার নাম সেও মুছে গেছে সমুদ্র ঢেউয়ে।
তোমাকে লিখি না অনেক দিন
আজ মনে পরতেই দু ফোটা কালী
রেখে গেলাম তোমার পুরোনো
ডাইরির ছেড়া পাতায়।