মাগো তুমি স্বর্গে বসে দেখছো আমার মুখ,
ধরায় 'য' দিন বাঁচব মাগো পাই যেন সুখ।
মাগো তোমার চরণ তলে করি নত শির,
সত্য ন্যায়ের ভালোবাসায় গড়ব প্রেমের নীড়।
তোমার আশীষ দাও ভরিয়ে শুষ্ক মম প্রাণ,
সবাইকে যেন দিতে পারি মাগো ভালোবাসার ত্রাণ।
গরীব দুঃখী অনাহারী আজ মরছে ধুঁকে ধুঁকে,
ভালোবাসার অভাব তাদের, নেই তারা কেউ সুখে।
পথের ধূলায় লুটিয়ে আছে কতনা বঙ্গ মাতা,
পায়না তারা একটুও প্রেম পায়না কোনাে ভাতা।
মাগো আমি পণ করছি রইব তাদের পাশে,
তোমার মত বাসব ভালো রইব সদা সহাস্যে।
পৃথিবীর সকল মায়েদের জন্য শতকোটি ভালোবাসা।