তোমাকে দেখি বারবার দেখি।
যতবার খুশি ততবার দেখি
বিমুগ্ধ করো তুমি আমার
এমন তোমারই কোমলতায়।
তোমার নির্মল সুহাস্য রূপ
উত্তাল করে মনোপ্রাণ,
চিত্ত জুড়াও ক্ষণে ক্ষণে।
গোপন মনের করিডোরে
বাজাও ঝংকার ধ্বনী।
কি সুর বাজাও তুমি ঐ নির্মল
নির্বাক নেত্র ভিড়ে? উন্মুখ হয়ে
তাকিয়ে থাকি জন কোলাহলে।
স্বপ্নে ভাসায়ও তরী গাও ভাটিয়ালি..
হে অপূর্ব সাজাও তোমার বিলাসী
বাসর কুঞ্জ কাননে কেয়া পাতার ভিড়ে।
সুগন্ধ মাখাও গন্ধরাজ কিবা কামিনীর।
তবুও এক মুঠো লাল গোলাপ রেখো অন্তপুরে।