তোমাকে ভালোবেসে একটা নীল আকাশ দেব।
তুমি সেখানে লিখো আমার নাম তোমার কলমে।
তোমাকে এক আকাশ বৃষ্টি দেব।
ভিজে যাবে তুমি, ভিজে যাবে
তোমার তৃষিত মরুময় চৌচির বুক।
তোমাকে দেব শীতল জলের অজস্র কণা,
ছল ছল বেগে পাহাড়ের উরু বেয়ে নেমে যাবে
তোমার ঐ তপ্ত চাতক মনে।
তুমি উন্মাদী হাওয়ায় দোলবে।
কাল বৈশাখী ঝড় এলে তুমি আমি
নিস্তেজ হয়ে মিশে যাব মাটিতে।