মনের বাগানে হতাশার ঝড়
          তান্ডব লীলার,
        ভয়ঙ্কর প্রতিধ্বনি।
      অধরা পুষ্পে নেই কি
     প্রজাপতির উষ্ণ ছোয়া?
       চাতক পাখীর ন্যায়
        দৃষ্টি মেলে দিয়ে,
         বৃষ্টির প্রত্যাশায়
           অপেক্ষমান।
   হয়তো এ বেলায় নয়তাে না
   তবুও গুনছি অপেক্ষার প্রহর...