আজও মন ভেজা ভেজা
আকাশ কেঁদে যায় নিরালায়
আমি আছি বসে পুবের সেই জানালায়
ভাবি তাকে যে ভাবে আমায়..
অদূরে চোখ মেলতেই ভেজা কাকের গল্প বানাই মনে।
সূর্যটাও উকি দিয়ে পালিয়ে গেল ক্ষণে
ভেবেছিলাম উদ্ভাসিত হবে ধরণী
তপ্তদাহে মিশে যাব সময়ে
তিতলিটা আসবে বলে চলে গেল না বলে
ওর প্রতিক্ষা ছিল মনে,মরুময় মরীচিকা
উত্থান পতনের তাণ্ডব লীলার অবগাহনে।