১
বৈশাখ মাস,
যখন তখন কাল বৈশাখী
উচ্চ কণ্ঠে বজ্রের ধমকানী মন কাপায়।
শিলাদের ঝম ঝম ঘুঙ্গুর তালে মন ময়ূরী গায়
মন বেহুশ।
২
ভালবাসা দিবস,
মন বলে তুমি আসবে
তবুও উৎকণ্ঠা খেলে মনে; জাগে ভয়।
হঠাৎ বিস্ময় চাতক মনে তোমার কালবৈশাখী ঝাপ্টা
আমি বিমুগ্ধ।
৩
চৈত্রের দাবদাহ,
চৌচির মাটিতে অভুক্ত সবুজ
দাবা নলে পুড়ে অঙ্গার ঘাস ফড়িং।
তুমি আমি এত কাছে তবুও মনে হয় দূর,
ভালো থেকো।