১
ছন্দ নিয়ে ছন্দ পতন
ভাবটা বেশি জানা,
হাতটি ধরে শেখাতে চাইলে
বলল না নানা।
২
আজব এই দুনিয়া জুড়ে
সবায় জ্ঞানী গুণী।
সবাই চাই সে-ই বলবে
কে কার কথা শুনি?
৩
ঝোপ বুঝে কোপ মারতে
সবাই সেটা পারে,
অন্ধকারে আলোর প্রদীপ
কে দেবে উজারে?