তীব্র দহন,
ভিতর বাহির
চৌচির।

চৈত্র তুমি
কেবলই পোড়াও।
জ্বালাও অন্তপুর।
তুমি নির্মম
তুমি নিষ্ঠুর
তুমি নির্দয়।

তোমার পাষন্ড রূপ
না হোক অক্ষয় ।
তুমি হও নিঃস্ব
হও বিলীন।

তোমার দ্রোহে
চতকের কণ্ঠে রোদন,
আয়েসী স্বপ্ন
পুড়ে কয়লার খনি।

চৈত্র তুমি হও
নিঃস্ব, হও বিলীন
তোমার অহমী রূপ
হোক জ্বলাঞ্জলী।

তবুও বিধাতার
প্রেমে সাজে স্বর্গ।
প্রস্ফুটিত পুষ্প
মাটির গর্ভে
ছড়ায় সৌরভ।