প্রতিদিন সূর্য মামা
উঠে দেরি করে,
তার জন্য হয়না
সকাল আগের
মতো ভোরে।

শীত সকালে সূর্য মামা
ভীষণ রকম লেজি,
গ্রীষ্মকালে তার রূপটাই
কেমন যেনো ক্রেইজি।

সূর্য মামা তোমার আলোয়
দাও ধরণী ভরে,
মন্দ নামের অন্ধগুলো
থাকুক দূরে সরে।

তোমায় ছাড়া সূর্য মামা
বিশ্বটাই অন্ধকার,
(তোমার আগাম বার্তা দিয়ে)
চির সবুজ জগৎটাকে
করো তুমি উদ্ধার।

সূর্য মামা সূর্য মামা ঢেকো না তোমার মুখ,
ত্বরায় এসে জ্বালাও আলো আমরা পাবো সুখ।