চলছে দেশে দাঙ্গা হাঙ্গা পুড়ছে বসত বাড়ি, স্বার্থ সুতায় টান পরলেই হয় গুলি ছোড়াছুড়ি।
সরকার চায় উন্নত দেশ অজ্ঞ টানে লেজ, মৃত্যু মিছিল ক্ষণে ক্ষণে এই বুঝি সব শেষ।
হায়রে আমার সোনার বাংলা কোথায় লুকাই চোখের জল? তোর জন্য প্রাণ দিয়েছি আর কত মরব বল?
ভাষা শহীদের রক্ত ছুঁয়ে ছিনিয়ে এনেছি বাংলাদেশ. পরাধীনতার পুষ্প মাল্যে মুখোশ পরে সেজেছি বেশ।
রক্তস্রোত রক্ত রাঙ্গা
পদ্মা মেঘনা যমুনার জল, বিশ্ব জুড়ে একটাই নাম বাংলা ছিল একতাই বল।
হায়রে আমার বাংলা ভুমি আর চাইনা রক্ত,
শিক্ষা জ্ঞানে পণ করেছি আমরা হবই পাপমুক্ত।
আর চাইনা এমন দেশ
শত লাশের সারি,
অশ্রু ভেজা মায়ের আঁচল শুন্য বক্ষবাড়ি।