এসো বাড়াই হাত, দৃঢ় করি হৃদয়ের বন্ধন
ঘুচে যাক ক্লান্তি, দূরে যাক অবসাদ ভ্রান্তি
মুছে যাক হাহাকার ক্রন্দন।
এসো উড়াই শান্তির পায়রা দিকে দিকে
ছড়াই ভালোবাসার রক্ত গোলাপ মরুময় বুকে
এসো হই বন্ধু, খুলি বন্ধ শক্ত লৌহ কপাট
ঐ পাথর কুটিরের।
এসো সুন্দর স্বপ্ন আঁকি আগামী পৃথিবীর।