হতাশা গুলি কোথায় যেন পালিয়ে
গেল সাথে নিয়ে দুঃখটাকে,
মন বাগানে বাসা বেঁধেছে ভরত পাখি
অতিথি রূপে উচ্চ শাঁখে।
সুখ পাখি যে বড়ই আপন বড় মায়াময়
আগলে রাখতে চাইযে তারে আপন ডোরে
নিত্য নতুন গান বেঁধেছি তাকে নিয়ে,
সুযোগ পেলেই শোনাই তারে মধুর সুরে।
ভাবনা শুধু একটাই যে পারব কি
এক হৃদয়ে গাঁথতে তাকে?
কালবৈশাখী ঝড় যে বয় যখন তখন
পাগলপারা হৃদয় পাঁকে।
তার লাগি আজ মনটা আমার উড়ো উড়ো
করছে কেবল দুরু দুরু সঙ্গোপনে,
কখনো বা আষাঢ় গানে, কদম বনে
ফুল কাননে মধুর মধুর আলাপনে।
সখাই যদি হও গো তুমি
চাই না শুধুই সুখ ভবনে,
সুখ সাগরে ডুবতে হলে পারবে বল
ঝাঁপিয়ে পরতে ঝাউয়ের বনে?
কেন এমন স্বপ্ন গুলো উড়ছে
বল রাঙিয়ে মন ক্ষণে ক্ষণে,
উদাস দুপুর বাদল হীনে
রাখাল বাজায় বাঁশের বীনে।