আয় বাঙ্গালী আয়না তোরা গড়ি সোনার দেশ,
আপন ভবে করব বাস থাকবে না কোন ক্লেশ।
সবুজ অরণ্যে রক্ত ঢেলে রঞ্জিত করেছি ম্যাপ,
প্রেমপ্রীতিতে মিলব সবাই না থাক কোন গ্যাপ।
শত্রু নিধনে রুখে দাড়াব ভাইয়ে ভাইয়ের পাশে,
সৎ সাহসে এগিয়ে যাব লক্ষ প্রাণ নাশে।
মানব রূপে জন্ম সবার রক্তটাও তাই লাল
অশান্ত মনে রইব কেন হব আমরা বেশামাল?
হিংসা বিদ্বেষ দূরে ঠেলে জ্বালাব প্রেম শিখা
এক আত্মনে বাস করব নিব প্রাণে দীখা।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান সবাই আমরা ভাই,
মহান আল্লাহর এই জগতে এটাই তাঁর চাই।
ভ্রাতৃপ্রেমে মিলব সবাই ভুলব রেষারেষি ,
আপন দেশে আপন আলয় হাসব সুখের হাসি।
ছলচাতুরী ভুলে গিয়ে বাসব সবাই ভাল,
মন্দকে জয় করেই ছাড়ব থাকবে না মনে কালো।
এসো এসো ভাই বোনেরা এক আকাশের নীলে
শান্তি সুখের আবাস গড়ি আমরা সবাই মিলে।