অনুসন্ধানী চোখ খুঁজে জল অতলের গভীরতা, খুঁজে ফেরে অহর্নিশি অবিনাশী সুখ সৌন্দর্য। চির নতুন তারণ্য করে তাড়িত গোপন তোড়নে। তবুও অন্ধকার রাত আসে দিনের শেষে সময় কেটে জেগে ওঠে আলোর নিশানা। প্রবাসী চেতনা চিন্ত মনের ঘোর কেটে এনে দেয় বিলাসী ভোর।
সুখ তুমি কেবলই অধরা, কষ্ট তপষ্যি মন পোড়াও তোমারি অনন্ত অনলে। যাতনা জাগাও পাঁজরে পাঁজরে। তবুও তুমি "সুখ" সর্ব বিলাসী রাজলক্ষী, সকল মানস কামনা। সিংহাসনা, প্রবল প্রতাপী বিজয়ী বীর হীরক খনা।
নিশি ভোর করে ক্ষয় রৌদ্র প্রতাপেরে করে তাচ্ছিল্য আজন্ম পিপাসু মন তোমাকেই চায়..
সুখ তুমি কি সত্যিই তাই?
অজস্র প্রশ্নের নীরব চাষ চৌচির জলহীন মরুপ্রান্তরে।