একুশ মানেই ভাষার লড়াই ছিনিয়ে এনেছে মান, ভাষার জন্য (ওরা) ভয় করেনি জান দিতে কোরবান।
মাতৃভাষার জন্য যারা দিয়েছিল নিজ প্রাণ, তাদের জন্য ভালোবাসা বুক ভরা অম্লান।
ভাষা শহীদদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আশা,
বিশ্ব জুড়ে বাংলা এখন আন্তর্জাতিক মাতৃভাষা।
মায়ের মতোই মাতৃভাষা আমরা ভালোবাসি,
এ মাটিতেই জন্মছি যারা কামার কুমার চাষি।
এ মাটির সুগন্ধের মতোই মাতৃভাষা দেয় সুখ, স্বাধীন দেশে স্বাধীন ভাষা আমরা করি উপভোগ।
যুগে যুগে বেঁচে থাকুক সালাম রফিক জব্বার..
সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় জন্ম নিক তারা বার বার।