শ্রাবণ নাকি চলে গেল
চৌচির করে বন,
আবারও পেলাম ওর দর্শন
বিদীর্ণ করে মন।
কখনো শ্রাবণ বড়ই মধুর
কখনো হয় তিক্ত,
ভাসায়ে নিয়ে যায় তখনই
শ্রাবণ ঢল অতিরিক্ত।
শ্রাবণ তুমি প্রকৃতি থেকে
হয়তো নিলে বিদায়,
তোমার স্বরূপ মানব হৃদয়
প্রত্যহ যে কাঁদায়।
শরৎ এসে শুকায় ক্ষত
ফুটিয়ে সাদা কাশ,
শ্রাবণ ক্ষত বড়ই যাতনার
যাদের হয় সর্বনাশ।