শয়তান হাসে সর্বনাশে
দাঁত কেলিয়ে,
বন্ধু মাতে বন্ধুর সুখে
হাত মিলিয়ে ।
শয়তান হাসে বিদ্রুপ করে উপহাস
আর ঠাট্টা ঢেলে,
বন্ধু এসে পাশে দাঁড়ায়
দুহাত মেলে।
শয়তান আসে ধ্বংস
বিনাশ ক্ষয় নিয়ে,
বন্ধু আসে ভালোবেসে উজার
করে দেয় বিলিয়ে।
শয়তান যখন ভালোবাসে
মন্দতা আর অন্ধকারে,
বন্ধু তখন পাশে বসে হৃদয়
খানি দেয় উজারে।
শয়তান তার শয়তানিতে
মানব জীবন দেয় জ্বালিয়ে,
বন্ধু তখন অশান্তিকে দূরে ঠেলে
দুঃখ কষ্ট দেয় ভুলিয়ে।