সেদিন দেখলাম
একাকী পথ চলছ নীরবে
শুধু এক পলক তাকিয়ে ছিলে আমার দিকে।
কিন্তু কোন প্রশ্ন করলেনা;
কেন বিষণ্ণ দেখাচ্ছে আমাকে।
জানি করবে না,
পাছে তোমার ভয় অবহেলা
উদভ্রান্ত করে দেবে তোমার পথ চলা
আমার প্রশ্নােত্তরে..
ইচ্ছে ছিল আমিই প্রশ্ন করি তোমাকে
কিন্তু একি!
তন্ন তন্ন করে
খুঁজেছি তোমায়
অসংখ্য মানুষের ভীরে
কোথাও পায়নি দেখা তোমার।
অবশেষে হাজারো প্রশ্ন বুকে লয়ে
ব্যথিত হৃদয়ে হাটছি একাকী
সরু গলিতে
কখনও আঁকা বাঁকা
কখনও উঁচু নিচু,
হঠাৎ দেখি তুমি আমার একান্ত কাছে
দাঁড়িয়ে আছ পিছন পানে;
অজস্র প্রশ্নে তাকিয়ে আছ চোখে চোখে
কাঁপছে ঠোঁট জোড়া থর থরিয়ে,
একবার সাহস করে বলেই ফেলেছ
ভালবাসি,
ভালবাসি শুধু তোমায়
........... ...........