পাইনি সুখ মাতৃ গর্ভে
পাইনি শিশু কালে,
বৃথাই আমার জন্ম মাগো
এই ছিল লেখা কপালে !
পিতৃ স্নেহ অভাবিত বলে
ঠাঁই মিলেছে অর্ফানেজে;
তিক্ত ব্যথায় কাতর আমি যে
বস্ত্র পরে আছি সেজে ৷
ভাইয়ের স্নেহ মায়ের আদর
কোথাও পাইনি খুঁজে,
সকল ব্যাথা সহ্য করেছি
মেনেছি অন্যায় চোখ বুজে ৷
সুখের খুঁজে আজও আমি
হাঁটছি মরু পথে
তপ্ত বালিতে সবই সঁপেছি,
নেই কিছু মোর সাথে ৷
দুর্গম গিড়ি পাথরে পাথরে
ব্যথাময় হৃদয় ঠুকরে ঠুকরে;
আর কত কাল চলব একাকী?
স্বপ্ন বিভোর কল্প মনে
ভাসতে দেখি সোনার পালকী ৷