সোনার রূপে মুগ্ধ হয়ে
রুপা যখন সোহাগা,
সোনা যখন ভেংচি কাটে
রূপা তখন অভাগা।
সোনার রূপে মুগ্ধ হয়ে
খাচ্ছে লোকে ধোকা,
রূপা হাসে ফিক ফিকিয়ে
ভাবছে কত বোকা।
সোনা রূপা সন্ধি করে
ছাড়াতে চায় দ্যুতি,
রূপা হোক যেমন তেমন
সোনাই করে ক্ষতি।
সোনা যদি এতই খাঁটি
অতীব মূল্যবান,
সোনার জন্য জগৎ জুড়ে
হারাইছে কেনো প্রাণ?
আমি বলি সোনা রূপা
তোমরা দূরে থাকো,
ঝকঝকে সব হীরা-মানিক
আমায় ঘিরে রাখো।