সময় বড় কঠিন যে ভাই সময় বড় কঠিন
সময়ের সাথে চলতে হলে মানতে হবে রুটিন।
পদে পদে যুদ্ধ করেও না হই যদি সফল
জীবন খাতা শূণ্য রে ভাই সবই তখন নিস্ফল।
সময় নিয়ে নয়রে ভাই আর অযথা হেলা
জীবন খাতায় নেই সুফল জুটবে কাঁচকলা।
এই জীবনে চাও যদি ভাই করতে কিছু উন্নতি
মনে প্রাণে ধ্যানে জ্ঞানে করতে হবে প্রগতি।
সময় মত করবে কাজ সবাই দেয় শিক্ষা
নিজের বেলায় সবই ঠিক ভুলটাই নিই দীক্ষা।
সবার বেলায় একই নিয়ম সময়কে কর জ্ঞান
এই জীবনে তুমি যা চাইবে থাকবে অম্লান।