সময় নিয়ে ভেবো না ভাই;
সময় বড় সংক্ষিপ্ত,
সময়ের কাজ সময়ে করো
নইলে জীবন অভিশপ্ত ৷
কাজের সময় কাজ করো ভাই
পড়ার সময় পড়া!
তা না হলে বুঝবে তুমি
সময় অনেক কড়া ৷
কাজের ভয়ে অলসতায়
রেখো না কিছু বাকি
সময় বড় চালাক যে ভাই
দেবে তোমায় ফাঁকি ৷
ছোট জীবন ছোট চিন্তা সময় আরো কম!
চেষ্টা করো এই জীবনে দিতে কিছু শ্রম ৷
অবহেলায় অযত্নে ভাসিয়ে দিও না গাঁ
মর্মে মর্মে ভুগবে তুমি পাবে না মর্যাদা।
গুরু জনকে শ্রদ্ধা করো
সময়কে সম্মান;
অর্থ সম্পদ যা চাও তুমি
থাকবে অম্লান ৷