শয়তান নাকি স্বর্গ খুলে খুঁজছে ভাল লোক,
তারাই সেথায় পাবে ঠাঁই যারাই টাকার পোঁক।
শয়তান বলে,
খাও দাও ফূর্তি কর আরও কর ভোগ,
লুট তরাজে জীবন ভরাও করে যাও উপভোগ।
এমন শর্ত সঁপে দিয়ে করছে তারা প্রচার,
আগে পরে যখনই যাও পাবে সবাই সার।
বেশি ভাল তাদের জন্য খুলেছে মদের বার,
সেথায় বসে আমোদে মিটিং করবে কারবার।
রূপ ললনা থাকবে সেথায় থাকবে সুখানুভূতি,
খুব খুশিতে ভালোরা সবাই করছে মাতামাতি।
ধনকুবের ভাবছে বসে কিনবে প্লট স্বর্গে,
অনন্তকাল সুখে রবে যাবে না কেউ নর্কে।
প্রলোভন দেখিয়ে বলে,
সবই তোমার সঙ্গে যাবে থাকবে না কিছু পরে,
স্বর্গ সুখ, অনন্ত সুখ কিছুই যাবে না পুড়ে।
শয়তান এবার খুব খুশিতে নাড়ছে কলকাঁঠি,
এই জগেতর আসল মানুষ ভাবছে কোনটা খাঁটি।