প্রতিদিন আকাশ দেখি
আঁকি তার ছবি,
কখনও দেখি ভোরবেলাতে
উঠেছে সোনার রবি।
কখনও দেখি নীল আকাশে
শরৎ মেঘের ঢেউ,
সাদা মেঘের পাহাড় গুলো
নাড়ায় না তো কেউ?
কখনো দেখি কালবৈশাখী
কুচকুচে তার মন,
ভেঙেচুরে আসবে যখন
ভয় জাগায় পবন।
কখনও দেখি আকাশ থেকে
বাদল ধারা নামে,
আকাশ নাকি চোখের জল
পাঠায় ভেজা খামে।