শীতরে শীত অনেক হয়েছে
যাতো এবার তোর নিজের দেশে,
যেখানে সবুজ পাহাড়, নীল সাগরে
শুভ্র তুষার আছে মেশে।
অতিথী হয়ে আসিস যে তুই
পৌষ মাঘ ফাল্গুনে,
তোর তীব্রতায় অতিষ্ট হয়ে
নিচ্ছে তাপ লোকে আগুনে।
তোর জন্যই বিরহী আজ
স্নিগ্ধ সবুজ বৃক্ষ লতা,
তোর বিদায়ে ভরবে গাছে
কচি কচি নবী পাতা।
অতি শীতে গরীব দুঃখী ভবঘুরে
পাচ্ছে কষ্ট রাস্তায়,
হাজার চেষ্টা করেও তারা পারছে না
ক্রয়ে গরম কাপড় সস্তায়।
এমন দিনে দয়ালু যারা
বাড়াও যদি তেমার হাত
দীন দুঃখীর তরে;
শত ব্যথায় ব্যথিত হয়েও
একটু হাসি ফুটুক না ওদের ঘরে।