অবারিত বৃষ্টি
মেঘে মেঘে কথা কয়
তুমি নেই; মনে চৈত্রের দাব দাহ।
তবুও বিরহীনি সুরে ভ্রমরের গুঞ্জরণে গেয়ে যাই গান,
ভেঙ্গো মান।
এই কবিতাটি আসরের সুনাম ধন্য কবি প্রবীর চেটার্জী (ভোরের পাখি) উনার আলোচনা লেখা সিনকোয়াইন পড়ে অনুপ্রাণিত হয়ে লিখার চেষ্টা করলাম।
তাই এই কবিতাটি প্রিয় কবিকে নিবেদন করলাম অন্তরের অন্তস্তল হতে।