তীব্র দহন ঝলসে যাচ্ছে দেহাবয়ব,
সংকীর্ণ পৃথিবী দম দমে লেলীহায়মান।
সুষমা বাতাস আজ বিদীর্ণ, লাশের উৎকট
গন্ধ ছড়ায় দিকে দিকে সন্তর্পনে।
ঘূণে ধরা মানবত্মায় লালসার ক্ষরণ,
পাপাত্মার জয় জয়কার অলিতে গলিতে।
অন্ধকার ধরায় নেই আলোর উদগীরণ।
শিরায় শিরায় কামনার জাহাজ নোঙ্গর ফেলে, তাড়িত করে কামার্তু হৃদয়।
সততার বীজ মন মাটির গর্ভেই পচন।
ভূগর্ভে আগাছার উল্লাস।
বিশ্ব আজ বাসনার অধম কাঠিতে কব্জাবদ্ধ।