আজ বিশ্ব ভালবাসা দিবসে
              বার বার মনে পড়ছে
                 তোমার শ্রীমুখ,
          কত দিন দেখিনা তোমায়,
                 যতবার ভাবি;
                রুদ্ধ হয় কন্ঠস্বর
             প্লাবিত হয় নেত্রদ্বয়।
               শ্রাবণ ঢলের মত
         তর তরিয়ে গড়িয়ে পরে অশ্রু।
       কিছুতেই পারিনা করতে সংবরন।
                কত মমতাময়ী
         অপূর্ব রূপে রূপিনী ছিলে তুমি,
                আদর সোহাগে
             কোন কমতি রাখনি।
          কতবার জ্বালাতন করেছি
                ঐ অবুঝ মনে
      তার প্রতিদানে করেছ আলিঙ্গন,
              হরণ করেছ হৃদয়,
              উজার করে দিয়েছ
         হৃদয় নিংরানো ভালবাসা।
         কতবার ভরাপেটে খেয়েছি
   লোভ ছিল সবটুকু ভালবাসা পাওয়ার।
       কত্ত বার মিথ্যা অভিনয় করেছি
          যেন সবটুকু ভালবাসা
              হোক শুধু আমার।
       মা আজ তুমি কেবলই স্মৃতি
           রেখেছি যতনে তোমায়
         মনের গোপন মনি কোঠায়।
          আর আছ সোনালী ফ্রেমে
             বাঁধানো ঐ ছবিটায়।
      মা আজ বিশ্ব ভালবাসা দিবসে
  আমার গোপন হৃদয়ের সবটুকু ভালবাসা
            শুধুই তোমার জন্যে।




বাছাইকৃত কবিতা



আজ ভালবাসা দিবসে মায়ের জন্য ক্ষুদ্র উপহার পাঠালাম স্বর্গীয় ঠিকানায়...