হয়তো সময়ের ঘন্টা ধ্বনি
বেজে উঠবে অসময়ে
হয়তো অপ্রস্তুত।
আকুল প্রাণ ছটফট করে বাঁচার নেশায়
অস্থির মন চিতার বেগে ছুটে চলে দিকবিদিক।
অকূল পাথারে ভাসমান দৃষ্টি,
বদ্ধ কপাটে আত্মাদের ভিড় জমে পলকে,
জীবন্ত দেহ নিস্তেজ;মুখ থুবড়ে পরে থাকে মুহূর্তে
শুধুই ভস্ম উড়ে লেলিহান শিখায়।