হোক না শুভ নতুন দিন,
নতুন দিনের আলো।
যাক ঘুচে যাক সব মন্দ;
অন্যাযতা আর কালো।
শুভ হোক নতুন বছর
২০০০ আঠার,
দিই বিলিয়ে সবার মাঝে;
শুভেচ্ছা হাজার ও।
এই আসরের সব কবি ও পাঠকদের জানাই লাল গোলাপের শুভেচ্ছা।