গোলাপ ফুলের গন্ধে যখন
মাতোয়ারা হল মন,
চারিদিকে শুনছি কেবল
মৌমাছির গুঞ্জন।
কি অপরূপ ফুলগুলো তার
করেছে রঙিন শাখা,
তার রূপে মুগ্ধ আমি
মন করে খাঁখাঁ।
তার প্রেমেতে অন্ধ আমি
চাই তারে বার বার,
সুগন্ধ সম গোলাপ তুমি
হৃদয় জুড়াও আর বার।
রূপের রানী গোলাপ তুমি
মুগ্ধ করেছো মন,
তোমার সাথে থাকতে চাই
আমি সারাটি ক্ষন।
সকাল দুপুর সন্ধ্যা বেলায়
সুবাস তোমার পাই,
তোমার মত আমিও গোলাপ
সুগন্ধ বিলাতে চাই।
আজ গোলাপ দিবসে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা