স্বর্ণলতা
তুমি তো রূপে রানী অনন্যা
শূন্যে সাজাও আবাস,
পরের ধনে কর পোদ্দারি
মাথার উপর চাষ??
তোমার
এমন কি রূপ প্রতাপ
হয়ে সামান্য লতা,
চিরে চিরে খাচ্ছ তুমি
অন্যের প্রবলতা???
জেনে রেখো
তোমার আছে সামান্যই রূপ
নেই কোন মমতা,
তাই তাে তুমি খাচ্ছাে চুষে
শক্তিমানের ক্ষমতা???
স্বর্ণলতা
এই তোমার আচরন বিধি
যার উপর কর বাস,
তারই খেয়ে তারেই কর
সামান্য বলে সর্বনাশ???