আমার তোমার স্বপ্নের
ঠিকানা যদি একটাই হয়
তাহলে পৃথিবী সমান
হোক তা বিস্তৃত।
আমার তোমার ভাবনা
যদি একটাই হয় তাহলে
হোক নীল সমুদ্রের তীরে বালুকা
রাশির স্তুপে নগ্ন পায়ে পথ চলা।
আমার তোমার কল্পনা যদি
একই হোক না তা সীমাহীন
নীলাকাশের মতো অসীম।
আমার তোমার গন্তব্য যদি
একটাই হোক তবে তা দখিনা
বাতাসের মতো গতিয়মান।
এক সুরে এক তালে পৌঁছে
যাব সেই ঠিকানায়. ..