কে গো ভাই যাচ্ছ তুমি নিরব মনে হাঁটি
বয়সের ভারে ন্যুব্জ আমি সাথে ভিক্ষার বাঁটি।
নেত্রদ্বয় গত হয়েছে বহুত বছর আগে,
অল্প বয়সে পুত্র গেল পাইনি তারে সোহাগে।
বড় আদরের পুত্র আমার রেখেছি নাম বরকত,
ভাষা যুদ্ধে গিয়েছিল সেযে আর এলো না ফেরত।
বরকত আমার একমাত্র ধন একমাত্র প্রিয় সন্তান,
যুদ্ধ করে ছিনিয়ে এনেছে বাংলা ভাষার মান।
তার কথা ভাবতে ভাবতে নয়নে জল ভরে,
একদা ফাগুনে শুনেছি তারে সারা বিশ্ব স্মরে।
করুণ স্মৃতি আগলে বুকে চলছি পথ শোকে,
জীর্ণ দেহে সব হারিয়ে সব মরছি ধুকে ধুকে।
বাংলা ভাষার জন্য সেজে দিয়েছে নিজ প্রাণ
বিশ্বের বুকে বাংলা ভাষা হোক চির অম্লান।