১
শীতের সকাল মিষ্টি রোদ কার না ভালো লাগে
সূর্যটাও ভারী অলস, উঠছে না আমার আগে।
সাত সকালে উঠে আমি খুঁজে বেড়াই তাকে
শীতের ভয়ে সূর্য মামাও ঘুমিয়ে নাকি থাকে।
----- ---- -----
২
শীতের সকাল কুয়াশা ঢাকা সূর্য দিল ফাঁকি
ঘুম কাতুরে মামার আদেশ তারে যেন না ডাকি।
সূর্য মামা জানেই নাতো করছি তাকে ফলো
ঘুম ভাঙ্গলেও আলসেমিতে ভাবি কি সকাল হলো?
------ ------ -----
৩
সকাল হলে মা মনিটা দেয় যে শুধু তাড়া
চোখে ঘুম ভাবটা মোর যায় নাতো ছাড়া।
শীতের দিনে স্কুলে দেরী খাই স্যারের মার
হোম ওর্য়াকটা পড়লে বাদ খাই বকা বার বার।
------ ------ -------
৪
শীত এলে দারুণ মজা খাই ভাপা পুলি
নলেন গুড়ের পায়েস খেয়ে হাসি মন খুলি।
আরও মজা পাড়ায় পাড়ায় চলে চড়ূইভাতি
ছেলে মেয়ে এক সাথে কত্তো মাতামাতি।