আকাশ জুড়ে মেঘ জমেছে
মনের ঘরে জ্বর,
পরান পাখি বনবাসে এখনো খালি ঘর।
পৌষ মাঘ ফাল্গুন চৈত্র
সেইযে গেল চলে,
বিরহ পোড়া মনটা কাঁদে
এই ভাবি এলো চইলে।
বর্ষা মাসে জোয়ার আইলো নদী ভরা নাও
ও মাঝি জানো খবর
যে হইলো উধাও?
মুখ ফিরাইয়া মাঝি কয়
জানিনা তার খবর,
তই নদীর ওপার দেইখ্খা আইলাম অজানা এক কবর।
আকাশ কাঁদে মনও কাঁদে এই বুঝি হয় সুনামি, আশার প্রদীপ নিভে গেল আসিবে না ফিরে স্বোয়ামী।
বাপের লাগি বিলাসী মায়ের
নিত্য চোখে জল,
খোদা তুমি নীরব ক্যান
দেওনা একটুস বল?
মায়ে ঝিয়ে কত্ত খোঁজলাম পাইলাম না আর তারে,
হৃদয় খানি ভাইস্যা গেল
বিরহ প্রেম জোয়ারে।
বিলাসীর মায়ের জীবন থেকে নেয়া কাব্য কাহিনী