যখন ক্রোধের লাভা ঝলসায় মন
তখন ভুলে যাও জীবনের মানে।
ভুলে যাও নাড়ীর টান,
প্রিয়তমা স্ত্রী সুখ স্বপ্ন প্রজন্ম থেকে প্রজন্ম।
তখন হও উন্মাদ, হও প্রতিবাদী...
রক্তের বদলে রক্ত ঢেলে দিতেও কর না কাপর্ণ্য।
এই তোমার নীতি, ধর্ম, বৈভব?
এখনও সময় আছে ঘুরে দাড়াও
ভিন্ন পথ কর অবলম্বন
আন শান্তি মানব মনে..
যদি "অন্যকে ভালোবাস নিজের মতো"
তবেই হবে বন্ধ দ্বন্দ্ব সংঘাত, হবে শয়তানের পরাজয়
দূরিবে ভয়, হবে আঁধার ক্ষয়। জ্বলবে ন্যায়ের মশাল।
আসবে শান্তি ধরায়
বাসবে ভালো পরম্পরায়।
ধ্বংস বিনাশ ক্ষয় সেতো মানুষের কর্ম নয়।