শাক দিয়ে মাছ যায়না
ঢাকা নয়তো শোনা কথা,
জীবন কালে দেখে চলেছি
মানতে হবে সব প্রথা।
মুখে মধু পেটে বিষ
সম্পর্কে নাই তো সুখ,
মিছা খেলায় যতই মাত
পোহাতে হবেই যে দুর্ভোগ।
গভীর ভূমে অগ্নি দহন
সময়ে হবেই বিস্ফোরণ
তার যন্ত্রণা কত মহান,
ভুগতে হবে সকলকে আমরণ।
সমুদ্র তলে ছোট্ট কম্পন
ছাপিয়ে উঠে তরঙ্গ তার,
সময়ের হিসেব সময়ের কাছে
তা না হলে নিষ্ফল কারবার।
মহা সাগর সেথায় হয়
যথায় গড়ায় নদীর জল,
এভাবেই গড়ে মহা দুর্গ
একেই বলে একতাই বল।