কুকুর বিড়াল বৃষ্টি ছিল সেদিন
হাতে পাদুকা নিয়ে নেমে পরি বৃষ্টি জলে
ভেজা কাক হয়ে ছুটছি গন্তব্যে।।
হঠাৎ দু পায়া যানে বসা সেই সুদর্শন
"ওয়াও" বলে থমকে দাঁড়ায় সম্মুখ পানে।,
তারপর বৃষ্টি সাথে দৃষ্টি মিলে একাকার।
অনেক বছর গত হল জীবন থেকে
এখনো স্মৃতিরা ভেজায় মন, এখনও শ্রাবণ
ঢল নামে মুষলধারে,
মনে পড়ে সেদিনের পর থেকে প্রতিদিন রাস্তা
রোধ করে দাঁড়তে, কত কৌতূহুলী দৃষ্টি দিতে ছুড়ে?
একদিন সাহস করে হাত টেনে তোমার নাম্বারটা দিলে টুকে আমারই হাতের তালুতে।
বিশ্বাস করো সাহস হয়নি তোমাকে ফোন দিতে
ধূয়ে ফেলেছিলাম হাত বৃষ্টি জলে
অথচ সেই তুমি
এখনও হৃদয় কমলে...