চিন্ত মন নির্জন রাস্তা ধরে একাকী
হঠাৎ বিভৎস শব্দে একটি দ্বি-চক্র যান সামনে এসে থামে। হৃদ পিন্ডের রক্ত যেন তড়িৎ বেগে আকাশ ছোঁয়,
হেলমেটের ভেতর থেকে
দুটি অনু-সন্ধুিৎসু; দৃষ্টি প্রশ্ন মনে তাকায়।
অপ্রস্তুত মন হন হনিয়ে কেটে পড়ার মুহূর্তেই
একটি আঠাঁলো কণ্ঠ ভেঙ্গে ভেঙ্গে আসে
-এক্সকিউজ মি..
-চোখ মেলতেই
-আপনাকে বলছি
-তো..
-আমি কি আপনার
নাম্বারটা পেতে পারি?
-মানে?
-মানে আপনার ফোন নাম্বারটা চাইছি!
অনেকদিন আপনাকে দেখছি ... .. ..
কখনো সাহস হয়নি-