রতন নামের বাল্য বন্ধু
এখনও আমায় খুঁজে,
যতই আমি বুঝাই তাকে
তবু না সে বুঝে।
প্রেম তাড়নায় ভোগছে রতন
কথায় কথায় প্রেম,
প্রেম একটি বোরিং বিষয়
শুনবে না সে প্রোবলেম।
তবুও রতন পিছু ছাড়ে না
দিচ্ছে আমায় তাড়া,
আমি যদি না হই তার
করবে জীবন হারা।
এমন হুমকি প্রত্যহ শুনি
রতন রূপ মুখে,
বলছি আমি ভালই আছি
থাকতে চাই সুখে।
সে যে বড় নাছোর বান্দা
চায় না আমার সুখ,
পদে পদে বিপদ ঠেলে
দেবেই আমায় দুখ।
স্বার্থপর বন্ধু আমার
ভোগছে প্রেম রোগে
পুরো জগৎ তারই চাই
ভোগ ও সম্ভোগে।