রতন নামের বাল্য বন্ধু
ছিল একটা বুদ্ধু,
পড়াশুনায় কাঁচা গোল্লা
খেলতো শুধু হা-ডু-ডু।

তাকে নিয়ে লিখতো সবাই
মজার মজার কৌতুক,
পড়াশুনা করত না তাই
মার খেতো অহেতুক।

সবাই বলে লাজুক ছেলে
খাবার বেলায় পেটুক,
কাজের বেলায় যেমন তেমন
খাবার যেমন জুটুক।

প্রাইমরীটা শেষ করতেই রতন
আসে জীবনে পরিবর্তন,
পাশের বাড়ির শিউলিকে সে
করল প্রেম নিবেদন।

শিউলি রেগে আগুন হল
এমন প্রেম পত্রে,
হাজার দশেক বানান ভুল
চিঠির প্রতিটি ছত্রে।

রতন ভাবে কি এমন হল
প্রেয়সী তার আগুন,
ছাত্র জীবন যেমনই হোক
প্রেমে চাই গুণ।

অবশেষ...

রতন গেল রাজার হাটে
কিনতে কিছু গুণ,
অবশিষ্ট যা পেল সে
পোঁকা ধরা বেগুন।

রতনের প্রেম ছড়িয়ে পড়ল
পাড়া পরশীর মুখে,
সেই লজ্জায় রতন এখন
পোড়ছে ধুকে ধুকে।

জানা ছিলনা প্রেম পত্র
কেমন করে লিখে,
শপথ নিল আর হবেনা
লিখবেই সে শিখে।