পূর্বাকাশে সুর্য উদয়
পশ্চিমাকাশে অস্ত;
সকাল থেকে সাড়াটা দিন
আমরা সবাই ব্যস্ত ৷
সেকেন্ডের কাঁটা টিক টিক
ঘন্টা চলে ধীর,
সাড়াটা দিন কোলাহলময়
সন্ধ্যা হলে নীড় ৷
তপ্ত রোদে যায় শুকিয়ে
স্নিগ্ধ সবুজ মেলা;
ক্লান্ত পথিক গাছের নিচে
কাটায় সাড়া বেলা ৷
বৃষ্টি পরে টাপুরটুপুর
পুকুর নদী টইটুম্ভুর;
সবুজ ঘাসে প্রান
কোলা, কোনো ব্যাঙেরা সব
ধরছে এবার গান ৷
দিগন্ত জুড়ে শরৎ এলো
দুলছে সাদা কাশ'
মেঘ পরীরা উড়ছে সদাই
শোভিত নীলাকাশ ৷
হিমেল বাতাস বইয়ে যে যায়
ছড়ায় ফসলের ঘ্রাণ;
বিরহ ব্যাথা যায় ভুলিয়ে
জুড়ায় কৃষকের প্রান ৷
মিষ্টি রোদে ভাপা পিঠা
উদাসী কুয়াশা,
শিশির ভেজা নরম ঘাসে
জাগে সু আশা ৷
বিদায়ী শীতে ডালে ডালে
নরম কচি পাতা;
কোকিল কন্ঠে বাজে সদাই
বসন্তাগমনের বার্তা ৷