তোমার লাগি পরান খানি
কেঁদে উঠে বার বার
হে মোর সখা দাও না
দেখা তব আর বার।
কত কথা মনের গোপনে
উছলিয়া উঠে..
বলি বলি করি তবু
বলিবার না পারি পটে।
আপনারে তুমি আবৃত করেছো
আপন পোশাকও লয়ে
তুলিয়া ধরো নিজেকে আজি
শুভ্র প্রভাত আলোয়ে।
রুদ্ধ তোরণে দাঁড়ায়ে তুমি
খুঁজে ফেরো আলোর নিশানা
সেই তুমি পেয়েছো কি তারে
যা কিছু হারায়ে সইছ যাতনা?
এসো এসো পরান ডুরে
দাও খুলে তব দ্বার,
যা কিছু রেখেছি অতীব যতনে
নাও তুলে একবার।
অমৃত সুধায় অতৃপ্ত পরানে
ঢেউ খেলে যাক গান
তমশা কেটে জ্বলে উঠুক তারা
পাও খুঁজে তব প্রাণ।