যে কালজয়ী আহ্বানে (রক্ত যখন দিয়েছি রক্ত)....জনতা নেমেছিল মাঠে আজও তারই রক্তধারা বইছে যুবক শিরা উপশিরায়.. আজও সেই সাহস নিয়ে বুকে যুবক হয় ক্ষতবিক্ষত।

হে বাংলার মানচিত্র তুমি কি ভুলে গেছো?

আর কত গঙ্গা বইবে সেই রক্তস্রোত? আর কত বাতাস হবে ভারী মায়ের বুক ফাটা কান্নার আর্তনাদে?

হে বাংলার মানচিত্র তুমি কি ভুলে গেছো ইতিহাস?

আর কত কবির কলম বারুদের গন্ধ ছুঁয়ে ভরবে রণতরী? আর কত জন্ম নেবে নজরুল?
আর কত কণ্ঠ তোরণে বেজে উঠবে অবিনাশী সুর?

হে বাংলার মানচিত্র তুমি কি সত্যিই ভুলে গেছো রক্ত ঝরা ইতিহাস?

যে রক্তাক্ত প্রান্তর বার বার হয়েছে রঞ্জিত, যে মিছিল ভয় পায়না রক্তচোখের ঝাঁজালো আঁচ, তাকে কেন বার বার ভাবো ভীতু? কেন বার বার বর্বর ভাবনায় চালাও গুলি ছিদ্র করো মাথার খুলি? ঝাঁজরা করো পাঁজরের হাড়? খুবলে খাও দেহের মাংস? শুষে নাও শেষ রক্ত বিন্দু টুকু?

হে রক্ত রঙা  মানচিত্র তুমি কি সত্যিই ভুলে গেছো ইতিহাস ৫২ ৬৯ একাত্তুর?

হে বাংলার বিদীর্ণ মানচিত্র বলতে পারো? বলতে পারো এই ক্ষতবিক্ষত জাতি কবে পাবে  পরিত্রাণ?