কালো আকাশ আলো ঝলমল তারারা আছে সেজে,
রাতে রবি পণ করেছে থাকবে না সে তেজে।
রূপসী চাঁদ রাতের রানী আঁধার সাজায় সে,
সূর্য নাকি দিনের রাজা প্রভাতে উঠে হেসে।
রাজা রানী দু পথে হাঁটে হয়না তাদের দেখা,
পৃথিবীটা ঘুরতে ঘুরতে মেলেছে তার পাখা।
সৃষ্টিকর্তা করেন সৃষ্টি এমন এক বিশ্ব,
মহাশূন্যে ঝুলছে গ্রহ লাগে না কারো স্পর্শ।
ধরনীটাও এমনই ভাবে দাড়িয়ে আছে ঠাঁই,
মানব জাতি,জীব জগৎ থাকছে একতাই।
জল স্থল ঝুলেই থাকে পড়ছে না কোন কিছু,
মধ্যাকর্ষণে ভর করে ঘুরছে ধরা তার পিছু।
মহাজ্ঞানী বিধাতা মোদের কেবলই রহস্য,
উদার প্রাণে ভক্তি ঢেলে জানাই নমস্য।