অতি প্রত্যুষে প্রত্যাশা দীপ জ্বালিয়ে প্রভু ডাকি গো তোমায় দাও সারা নাও তুলে কাছে টানি।

দাও বাড়ায়ে বাহু, নাও স্নেহাশ্রয়ে কাছে টানি।
আবৃত করো দেহ মন তোমারি লাগি।

প্রশন্ন করো সদা আমারই মন তোমারই প্রতাপে, প্রজ্বলিত করো শুদ্ধ, করো তোমার সুখানুভুতিতে।

তোমার পবিত্র হৃদয়াবেশে আমার অন্তঃকরণ করো সুন্দর, করো প্রফুল্ল।

তোমারি সুগন্ধসম ধূপালয়ে আমারই চিত্ত করো দহন, তৃষিত প্রাণে আনো প্রশান্তি।

আমার যত চাওয়া দিলাম তোমারি পদতলে এই প্রভাতী আসরে করো গ্রহণ করো গ্রহণ
হে বিশ্ব বিধাতা দাও তব চরণখানি।

সুপ্রভাত...