একটু আগে জন্ম নিল একটি কন্যা শিশু;
শিয়রে দাঁড়িয়ে পিতা হাতে জীবননাশক।
ভবিষৎ অন্ধকার!!
মায়ের কণ্ঠ চিরে বেরিয়ে আসে আর্ত চিৎকার
পৌরুষ্য আভায় বিভৎস শব্দের
প্রতিধ্বনী তুলে বাতাসে;
ঘুঙ্গুরের ঝন ঝন আওয়াজে মুখরিত চারিদিক,
নিস্তদ্ধ ধরণী; রাতের আকাশে অমাবস্যা,
পূর্ণিমার হল দাহ;
সোনার চামচ খসে পড়ল মাটিতে
ছেলের মুখে মধু দিতে চেয়েছিল বাবা,
হায়রে স্বার্থপর সমাজ!
হায়রে তোর দৃষ্টিভঙ্গি..
তোর মাও চেয়েছিল সেই সুখ পেতে,
তিনি আজ ভিক্ষার ঝুলি হাতে ঘুরছে দ্বারে দ্বারে।
নোনতা জলের স্বাদ পান শুষ্ক ঠোঁটে,
নিভৃতে ভাসান বুক অশ্রুতে।
কবে হবে পরিবর্তন এই নিকৃষ্ট দৃষ্টিভঙ্গির?
প্রশ্ন রেখে যায় মন বারে বারে।