বলুন দেখি কি করার???
যখনই দিই তেলে ফোড়ন,
কবিতা আমায় করে স্মরণ।
ছাড়তে পারি না কবিতা নেশা,
রান্না ও যে আরেক পেশা।
বাঁচতে হলে হবে খেতে,
মাংস কিংবা মাছ পাতে।
রাঁধতে গিয়ে কেবলই পুড়ি,
মাথায় নিয়ে কবিতা ঘুরি।
এমনই যদি চলতে থাকে
ছাড়তে তবে সংসারটাকে।
কবি মন বড়ই উচাটন,
ভাবায় আমায় যখন তখন।
কখনো থাকি মন উদাসী,
ভাবনা যেন না বানায় সন্যাসী।